রাঙামাটিতে শীতার্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

রাঙামাটিতে শীতার্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি সেনাজোন কর্তৃক সদর এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাঙামাটি অধিনায়ক লে. কর্নেল বি এম আশিকুর রহমান এবং উপ-অধিনায়ক মেজর মো. আবু রায়হান এর উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় সুবিধাবঞ্চিত ২৫টি শীতার্ত পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, রাঙামাটি সদর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে।