মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. মনোয়ার হোসেনকে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তা মনোয়ার হোসেন বর্তমানে জাতিসংঘ বাংলাদেশ অফিসের উপপ্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি মোহাম্মদ মনজুরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন, সিঙ্গাপুরসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
মনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন এবং সিঙ্গাপুরের ন্যানিয়ং বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি অর্জন করেছেন।