কাল বান্দরবানে অর্ধ-দিবস হরতাল - Southeast Asia Journal

কাল বান্দরবানে অর্ধ-দিবস হরতাল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যার প্রতিবাদে রবিবার অর্ধ-দিবস হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ।

বিকেলে জেলা আওয়ামীলীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা আওয়ামীলীগ সভাপতি ও পাজেপ চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানিয়েছেন, চথোয়াই মংকে হত্যার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত বান্দরবানে অর্ধ-দিবস হরতাল পালন করা হবে।

এর আগে গত বুধবার রাতে উজি হেডম্যান পাড়া থেকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণের পর আজ দুপুরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের শিলক খালের পাশের পাহাড় থেকে চথোয়াই মং এর লাশ উদ্ধার করে।

You may have missed