দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় হতদরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সকালে (৯ জানুয়ারী) বৃহস্পতিবার দীঘিনালা জোন অধিনায়কের কার্যালয়ে উপজেলার বাবুছড়া ইউপির আয়রন চাকমা, মেরুং ইউপির আব্দুল বারেক, তোতাবালা চাকমা, শেফালী বেগম, ফারুক হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম সহ মোট ৬ জনের মাঝে এ-সহায়তা প্রদান করা হয়।
এসময় দীঘিনালা উপকার ভোগীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, ক্যাপ্টেন মোঃ মুস্তাফিজুর রহমান ও ক্যাপ্টেন এম.এ মোমেন শিহাব।