দীঘিনালায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালার উদালবাগান এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।
দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ উপস্থিত এসব শীতবস্ত্র বিতরণ করেন।
সকালে দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় উদালবাগান উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ শেষে স্থানীয় কার্বারীদের (পাড়া প্রধান) সাথে মত বিনিময় করেন জোন অধিনায়ক।
এসময় জোন অধিনায়ক কার্বারীদের উদ্দেশে বলেন, “স্থানীয়দের সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে। একেকজন কার্বারী একেকটি পাড়ার নেতৃত্বে রয়েছেন। নিরাপত্তাসহ পাড়াবাসীর যেকোন সমস্যার কথা জানাবেন। সমস্যা সমাধানে আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হবে।
