রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর অনুদান প্রদান - Southeast Asia Journal

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর অনুদান প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি রাঙামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাইট্টাপাড়া বাজারের ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে আর্থিক সহায়তা নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর লংগদু জোন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় মাইনীমূখ সেনা ক্যাম্প প্রাঙ্গণে লংগদু জোন কর্তৃকর্তৃ বাইট্টাপাড়া বাজারে অনাকাঙ্খিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হিমেল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মোঃ রিফাতুজ্জামান, জোন অ্যাডজুটেজুন্ট ক্যাপ্টেন ইহসানুল হক, ক্যাপ্টেন সাব্বির আহমেদ শাকিল, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সোহরাব, লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শাহ নেওয়াজ প্রমুখ।

এসময়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে দশ হাজার করে মোট ষাট হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জোন অধিনায়ক হিমেল বলেন, পার্বত্য জনগোষ্ঠীর যেকোনো বিপদ-আপদে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। অগ্নিকান্ডের মত ভয়াবহ দূর্ঘটনা প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সেনাবাহিনী ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ জনগণকে নিজেদের নিরাপদ জীবনযাপন নিশ্চিতের লক্ষ্যে আরো সচেতন হবার আহবান জানান তিনি।