পর্যটন খাতে নতুন সংযোজন, খাগড়াছড়িতে আসছে ক্যাবল কার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
অপরূপ সৌন্দর্য্যের লীলাভুমি, পর্যটন বান্ধব শহর খাগড়াছড়িতে স্থাপন করা হচ্ছে এ্যাডভেঞ্চার স্বরূপ ‘ক্যাবল কার’। ইতোমধ্য খাগড়াছড়ি আলুটিলা পর্যটন এলাকা হতে জিরোমাইল খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্ক পর্যন্ত ক্যাবল কার স্থাপনে ডিজিটাল স্যাটেলাইট সার্ভে করেছে চীন থেকে আসা দক্ষ একটি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টীম। এ কর্মযজ্ঞে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের টীম।

জানা গেছে, অতিশীঘ্রই ক্যাবলকার স্থাপনে পুরোদমে কাজ শুরু হয়ে দৃশ্যমান হবে পাহাড়ের স্বপ্নের ক্যাবল কার স্থাপন। গড়ে ওঠবে পর্যটক বান্ধব সম্প্রীতির খাগড়াছড়ি।