খাগড়াছড়ির পানছড়িতে ই.জি.পি টেন্ডারে অনিয়মের অভিযোগ - Southeast Asia Journal

খাগড়াছড়ির পানছড়িতে ই.জি.পি টেন্ডারে অনিয়মের অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলার এলজিইডি টেন্ডার লটারিতে অনিয়মের অভিযোগ উঠেছে।

সোমবার বাদ পরা ঠিকাদারের পক্ষে মোঃ সাইদুল ইসলাম, কলিস চাকমা, মোঃ আব্দুল জলিল, মোঃ মাইনুদ্দীন চৌধুরী, মেসার্স ববি এন্টারপ্রাইজ, মেসার্স আল- আমিন ট্রেডার্স স্বাক্ষরিত ই.জি.পি টেন্ডার লটারিতে অনিয়মের অভিযোগ তদন্ত প্রসঙ্গে “অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) এল.জি.ই.ডি ভবন ৮ম তলা, আগারগাঁও- ঢাকা বরাবর একটি অভিযোগ করে।

অভিযোগে বলা হয়; ২২শে মে খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলা এল.জি.ই.ডি উপজেলা প্রকৌশলী কর্তৃক আবেদনকৃত টেন্ডার আইডি নং ৩১০৯৫১ প্যাকেজ নং- C Tender/NBIDGPS/KHA/PAN/2018-19/W104348 Construction of class room of Panchari bazar Model GPS Under NBIDGPS, Project-1, টেন্ডারে ৪৫ জন ঠিকাদার অংশগ্রহণ করে।

কিন্তু উপজেলা প্রকৌশলী অনিয়মের মাধ্যমে তার নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অবৈধ চেষ্টাতে EGP Tender প্রক্রিয়ায় Financial Criteria তে Credit Line পদ্ধতি বাতিল করে ৪২ জন ঠিকাদার প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সকলের অনুপস্থিতিতে টেন্ডার কার্যকরী বাস্তবায়ন করে।