মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশনসহ আটক ১
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গুচ্ছগ্রামের ২০ বস্তা রেশনের চাউলসহ মোঃ সফিকুল ইসলাম (৬৩)কে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
জানা যায়, মোঃ ওসমান গনি গুচ্ছ গ্রামের ২০ বস্তা চাউল সফিকুল ইসলামের দোকানে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালের দিকে সেনাবাহিনী ও পুলিশ এর একটি দল মাটিরাঙ্গা বাজারের মোঃ সফিকুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে ২০ বস্তা রেশনের চাউল উদ্ধার করে। এ সময় মোঃ সফিকুল ইসলামকে আটক করা হয়।
অপর দিকে গুচ্ছ গ্রামের সরকারি রেশন সামগ্রী অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে চাউল বিক্রেতা মোঃ ওসমান গনি ও ক্রেতা মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
থানার ওসি সামশুদ্দিন ভুঁইয়া বলেন, আটক সফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে, অপর আসামী ওসমান গনিকে আটকের চেষ্টা চলছে।