রাঙ্গামাটিতে ব্যবসায়ী নেতার ওপর হামলার নিন্দা - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে ব্যবসায়ী নেতার ওপর হামলার নিন্দা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সদস্য ও বনরূপা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংক এ ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে নিউ মার্কেট এলাকায় এ সন্ত্রাসী হামলা হয় বলে জানা যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি। এছাড়াও বনরূপা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিও তীব্র নিন্দা জানিয়েছে।

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সাধারন সম্পাদক তাপস দাশ কর্তৃক এক বিবৃতিতে কলেজ গেইট এলাকার সন্ত্রাসী শাহ্বে আলী ও অয়ন এর নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ করা হয়। বিবৃতিতে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানানো হয়।