লংগদুতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস (সংস্কার) নেতা নিহত
![]()
নিউজ ডেস্কঃ
রাঙামাটি জেলার লংগদু উপজেলার ইয়ারাংছড়ি উত্তর র্যাংকাইজ্যা নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস (সংস্কার) তো স্নেহাশীষ চাকমা ওরফে ভবতাং চাকমা (৪০) নিহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকেেএ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর পেয়ে দীঘিনালা ও লংগদু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এ হত্যাকান্ডের জন্য সন্তু লারমা সমর্থিত জেসএসএস-কে দায়ী করেছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডটি ঘটেছে রাঙামাটির লংগদু অংশে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা অংশের) সদস্য স্নেহ কুমার চাকমা (৩৮)। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। রাতে এলাকাবাসী গুলির শব্দ শোনে নিরাপত্তা বাহিনীকে খবর দেয়। আজ সকালে সেনা ও পুলিশ তল্লাসী চালিয়ে পাহাড়ের পাদ দেশ স্নেহ কুমার চাকমার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।