ঠোঁঠ কাটা-তালু কাটা ও বার্ণ রোগীদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
 
                 
নিউজ ডেস্ক
ঠোঁঁট কাটা ও তালু কাটা এক ধরনের জন্মগত ত্রুটি, যাকে বলা হয় Orofacial Clefts। বিশ্বে গড়ে প্রতি ৭০০ জনের মধ্যে একজন শিশু এসব সমস্যা নিয়ে জন্মায়। সেই হিসাবে প্রতিদিন ৫৪০ জন, বছরে এক লাখ ৯৭ হাজার ১০০ জনেরও বেশি ঠোঁট কাটা ও তালু ফাটা শিশু জন্মায়।
পাহাড়ি জেলা খাগড়াছড়িতে এসব রোগে আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার এ মহতি আয়োজন করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন। এর মাধ্যেমে এক প্রকার আশার আলো সঞ্চার হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর এসব রোগীদের মাঝে।
বিনামূল্যে এসব চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রত্যক্ষ করবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

জানা যায়, স্বাধীনতার মাসে আগামী ৯, ১২ ও ১৩ মার্চ তারিখে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় ঠোঁট কাটা, তালু কাটা ও বার্ণ রোগীদের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচন করা হবে।
এরপর ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অন্যান্য স্বনামধন্য হাসপাতালের বার্ণ ও সার্জারী ইউনিটের অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক আগামী ১৫, ১৫ ও ১৭ মার্চ তারিখে উক্ত রোগীদের খাগড়াছড়ি রিজিয়নস্থ ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে অপারেশন পরিচালনা করা হবে।
মহতি এ উদ্যোগে CLEFT BANGLADESH, খাগড়াছড়ি রিজিয়নস্থ ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় সার্বিক সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, প্রতিবছর সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে দূর্গম পাহাড়ি এলাকায় হতদরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পসহ নিয়মিত বিভিন্ন জোন ও ক্যাম্প সমূহের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
