রাঙামাটিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি সেনা রিজিয়ন দপ্তরে ১২ জন অসহায় ও দুস্থদের মাঝে ৯০ হাজার টাকা বিতরণ করেন রাঙামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল আশিকুর রহমান।
মানবিক সহায়তা বিতরণকালে ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারন মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। পাহাড়ের উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, অন্যথায় সরকারের নেয়া উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হবে।
এছাড়া তিনি শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় মেজর খায়রুল হাসান ও মেজর পারভেজ রহমান উপস্থিত ছিলেন।