বান্দরবানের ঘুমধুম সীমান্তে অস্ত্রসহ তিন রোহিঙ্গা আটক
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে অস্ত্রসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল মগঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কুতুপালং ক্যাম্প এর জাহিদ হোসেনের ছেলে মীর কাসেম(১৭), কুতুপালং ক্যাম্প এর কোরবান আলীর ছেলে নুর বশর (১৭) ও মুছা খলিলের ছেলে রশিদ উল্লাহ (২০)।
আটককৃতরা স্থানীয়ভাবে মিয়ানমারের মংডু জেলার বলিপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিন রোহিঙ্গা অস্ত্রসহ বাংলাদেশের আজুখাইয়া এলাকায় যাচ্ছিলেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ইন্সপেক্টর ইমন চৌধুরীর নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়, এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র গুলিসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটকের বিষয়ে নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান আটককৃতদের থানায় আনার পর তাদের বিরুদ্ধে আইনগত মামলা রুজু করা হয়েছে।