গুইমারায় সেনা অভিয়ানে সাব মেশিন কার্বাইনসহ গুলি উদ্ধার - Southeast Asia Journal

গুইমারায় সেনা অভিয়ানে সাব মেশিন কার্বাইনসহ গুলি উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির গুইমারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমসি (সাব মেশিন কার্বাইন) ও ৬ রাউন্ড এ্যামুনিশান উদ্ধার করেছে সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার সিংগুলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পার্বত্য শান্তিচুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট তথা ইউপিডিএফ প্রসীত গ্রুপের একটি সশস্ত্র দল দীর্ঘদিন ধরে উক্ত এলাকা ব্যবহার করে তাদের সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া আজ সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল পার্বত্য চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে উক্ত এলাকায় একটি গোপন বৈঠকের আয়োজন করে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১ টায় সিন্দুকছড়ি সেনা জোনের একটি টহল দল তাৎক্ষনিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে।

নিরাপত্তা বাহিনীর অভিযান দল সন্ত্রাসীদের সম্ভাব্য অবস্থান এলাকার কাছাকাছি পৌঁছালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীররা অতি দ্রুত উক্ত এলাকা ত্যাগ করে গহীন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদেরকে ধাওয়া করে এবং উক্ত এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশী শেষে জংগলের ভিতর একটি ব্যাগে ১ টি এসএমসি (সাব মেশিন কার্বাইন-মেড ইন ইন্ডিয়া) এবং ০৬ রাউন্ড তাজা এ্যামুনিশন উদ্ধার করে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানা গেছে।

সেনা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামুনিশান গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।