রাষ্ট্রের মানবতা সন্ত্রাসীদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়! - Southeast Asia Journal

রাষ্ট্রের মানবতা সন্ত্রাসীদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

আবু উবাইদাঃ

পার্বত্য বিষয়ে কিছু কিছু রাষ্ট্রীয় নীতি দেখলে অবাক হয়ে যাই। সন্ত্রাসীদের কতোই না কদর? সালা দাম নেই শুধু সাধারন মানুষের।

নিখোঁজ ইউপিডিএফ ও শ্রমজীবী ফ্রন্টের নেতা মাইকেল চাকমাকে সন্ধানের লক্ষ্যে ৫ সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট পেশ এবং তার অবস্থান সংক্রান্ত তথ্য জানাতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অথচ পাহাড়ে অগনিত সাধারন মানুষ রয়েছে যাদের উপজাতীয় সন্ত্রাসীরা গুম করেছে তাদের খোঁজ দূরের কথা রাষ্ট্রের সামান্য উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করা যায়না।

কে এই মাইকেল চাকমা? একজন সসস্ত্র ইউপিডিএফ সন্ত্রাসী। যেহতু প্রশাসন তাকে গ্রেফতার করেনি সেহতু হয় সে ভারত/মায়ানমারে সসস্ত্র প্রশিক্ষনে রয়েছেন নতুবা প্রতিপক্ষ উপজাতীয় সসস্ত্র সংগঠন তাকে গুম করেছে। সসস্ত্র সন্ত্রাস বনাম সসস্ত্র সন্ত্রাসের খেলা এটা। কিন্তু, কি এমন দায় পড়েছে রাষ্ট্রের এই সন্ত্রাসীর অবস্থান সনাক্ত করে খুঁজে বেড় করার?

২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারী তারিখে খাগড়াছড়ি সদর হতে ইউপিডিএফ সন্ত্রাসীরা (মাইকেল চাকমারা) অপহরণ করেছিলো ফুটফুটে শিশু শহিদুলকে। শহীদুল নিখোঁজ রয়েছে পাঁচ বছর যাবৎ। ছেলেটা জীবিত না মৃত এই সংবাদ এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। কই এই বিষয়েতো দেখলাম না স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে নোটিশ প্রদান করতে?

শুধু এক শহীদুল নয় এমন জানা অজানা অসংখ্য শহীদুল পাহাড়ে নিখোঁজ রয়েছেন। যাদের অপহরণ করেছে উপজাতীয় সসস্ত্র সন্ত্রাসীরা। তাদের বিষয়ে মানবতার বিবেক ব্যথিত হয়না।

রাষ্ট্রের মানবতা সন্ত্রাসীদের জন্য, সাধারন মানুষের জন্য নয়। সন্তান হারা শহীদুলদের মাতৃ কান্না আদালত, আইন, রাষ্ট্র সর্ব ক্ষেত্রে মূল্যহীন।