খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত)'র বিরুদ্ধে হয়রানি ও ঘুষ চাওয়ার অভিযোগ - Southeast Asia Journal

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত)’র বিরুদ্ধে হয়রানি ও ঘুষ চাওয়ার অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বায়েছুল ইসলামের বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস থেকে অর্থের বিনিময়ে তাদের সুবিধা প্রদান ও পার্বত্য অধিকার ফোরামের নামে চলমান একটি মামলার বিষয়ে হয়রানি এবং হয়রানি বন্ধে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ওসি বায়েছুল উপজাতি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস থেকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তাদের বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের হাত থেকে বাঁচিয়েছেন ও পার্বত্য অধিকার ফোরামের নামে সম্প্রতি হওয়া একটি মামলায় সংগঠনটির নেতাদের হয়রানি করছেন। এছাড়া হয়রানি বন্ধ করার বিপরীতে তিনি সংগঠনটির নেতাদের কাছে ৪০ হাজার টাকা ঘুষও দাবি করেছেন।

সম্প্রতি পার্বত্য অধিকার ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার নেতা খোরশেদ আলমকে বাসা থেকে ডেকে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তিনি। অন্যথায় মিথ্যা মামলায় জড়িয়ে এবং রিমান্ডে নিয়ে লাইফ নষ্ট করে দিবে মর্মে প্রকাশ্যে গালিগাজ করার অভিযোগ করেছেন পার্বত্য অধিকার ফোরামের প্রেস উইং।

সংগঠনের দপ্তর সম্পাদক পারভেজ আলম সাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে এই অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে বৃটিশ আমেরিকান টোব্যাকো কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকাশ্যে হুমকি দানকারি ওসি বায়েছুল ইসলাম কে প্রত্যাহার করা না হলে আগামী রবিবার খাগড়াছড়ি জেলায় হরতাল পালন করা হবে বলে জানানো হয়।

ভিডিওঃ

https://youtu.be/1mYQv8fxazo