রাঙামাটিতে ২১ লিটার চোলাই মদসহ উপজাতি যুবক আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে ২১ লিটার চোলাই মদসহ উপজাতি যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঙালহালিয়াতে অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় চোলাই মদসহ উবাচিং মারমা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৮ হাজার টাকা।

গত ১৪ মার্চ মঙ্গলবার গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে চন্দ্রঘোনার থানা হাজত থেকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত উবাচিং মারমা রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া হেডম্যান পাড়া এলাকার সুইসাহ্লা মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আজম জানান, গ্রেফতারকৃত উবাচিং দির্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ২১ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী উবাচিং মারমাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।