হালুয়াঘাট সীমান্ত থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গত ১৫ মার্চ বুধবার রাতে সীমান্তে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকের পর সন্ধ্যায় লাশটি ভারতীয় সীমানায় পাওয়া যায় বলে জানান কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কেএম বেলাল হোসেন। তবে সারোয়ারের নিহতের কারণ জানাতে পারেননি।
নিহত সারোয়ার হোসেন (৩০) হালুয়াঘাট উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।
সুবেদার বেলাল বলেন, “ভারতের পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহের বিষয়ে স্থানীয়দের কাছ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক হয়। বৈঠকের পর রাত ৯টার দিকে মরদেহ আমাদের কাছে দেয় বিএসএফ। আমরা হালুয়াঘাট থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি।”
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুজ্জামান খান।
তিনি বলেন, লাশটি উদ্ধার করে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় সদস্যরা ঘটনাস্থলে আছেন। দ্রুত লাশ আনার চেষ্টা চলছে।
এ বিষয়ে বিজিবির ময়মনসিংহের মেজর মো: সালাউদ্দিন বলেন, লাশটিতে আঘাতের চিহ্ন আছে কিনা তা এখনো জানা যায়নি। বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হবে। এ বৈঠকের মাধ্যমে রাতেই লাশটি আনা হবে। এরপর হত্যার রহস্য জানা যাবে।
গোবড়াকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, “মরদেহ গাড়িতে তোলার সময় সারোয়ার হোসেনের গলাকাটা দেখেছি।”