খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান
 
                 
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মাসিক মতবিনিময় সভা এবং বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন সহায়তা বিতরণ করে সিন্দুকছড়ি জোন।
সোমবার (২১ মার্চ) সকালে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা শতাধিক অসহায় পাহাড়ি-বাঙালির মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন।
এ সময় সহায়তার মধ্যে ছিল, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, দুজন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ, মসজিদে ফ্যান ও বিহারে পানির ট্যাংক প্রদান, কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ, ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান ও গরীব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।
জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, দুর্গম জনপদে স্থিতিশীলতা ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সিন্দুকছড়ি জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর মো. আসাদুজ্জামান খন্দকার, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সরকার শরিফুল ইসলামসহ সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
