বান্দরবানের থানচি-বলিপাড়া বাজারে আগুন পুড়লো ৭৫ দোকান - Southeast Asia Journal

বান্দরবানের থানচি-বলিপাড়া বাজারে আগুন পুড়লো ৭৫ দোকান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে আগুনে পুড়েছে ৭৫টি দোকান।

বুধবার (২২ মার্চ) ভোর ৬টার দিকে আগুন লাগে। তিন ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে বলিবাজারের নীলগিরি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় অন্তত ৭৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

থানচি ফায়ার সার্ভিসের লিডার পেরার মোহাম্মদ জানান, আগুন নিয়ন্ত্রণে। ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।

বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুনে প্রায় ৭৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকার বেশি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। হতাহতের ঘটনা ঘটেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।