রমজানের শুরুতে মাটিরাঙ্গায় যামিনীপাড়া জোনের ইফতার সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী, শিশুদের বস্ত্র, জায়নামাজ, নগদ অর্থ এবং বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করেছে যামিনীপাড়া জোন ২৩ বিজিবি ।
বুধবার (২২ মার্চ) যামিনীপাড়া জোন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জোন কমান্ডার লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আওতাধীন বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী, বস্ত্র, বেবী সেট, জায়নামাজ (টুপি ও তসবিহসহ), নগদ অর্থ এবং বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ প্যাকেট ইফতার সামগ্রী যার মধ্যে খেজুর ১ কিজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, চিড়া ১ কেজি এবং ২০০ গ্রাম ট্যাং ১ টি রয়েছে।
দরিদ্র জাকির হোসেনকে নগদ ৪ হাজার ৫শত টাকা, ৩ জন মহিলাকে ৩টি বস্ত্র ,১ জন নবজাতক শিশুকে বেবী সেট, ১ জনকে জায়নামাজ , টুপি ও তসবি এবং পথ শিশুদের মাঝে ১০০ প্যাকেট বিভিন্ন প্রকার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
সর্বমোট ৪২ হাজার ৪শত ৫০ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায় ।