খাগড়াছ‌ড়িতে যা‌মিনীপাড়া জোন কামান্ডার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছ‌ড়িতে যা‌মিনীপাড়া জোন কামান্ডার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ বিষয়ক জোন কামান্ডার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প্রতিবার (২৩ মার্চ) সকা‌লে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর তত্ত্বাবধানে স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম এর নির্দেশনা অনুযায়ী মোট ৫০ জন ছাত্র-ছাত্রীকে বিনা বেতনে অধ্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিযোগিতায় যামিনীপাড়া জোনের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৬৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতা অত্র জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আশিকুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এবং সম্মানিত উপ পরিচালক মো. জাহিদুল ইসলাম ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণসহ স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুইজ পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে আগামি ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণ ১০ জনকে ২ বছর এবং ৪০ জনকে ১ বছর বিনা বেতনে অধ্যায়নের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

You may have missed