সন্ত্রাসীদের সন্ধানে মালিতে প্রবেশ করে নাইজারের সেনাবাহিনী : মন্ত্রণালয় - Southeast Asia Journal

সন্ত্রাসীদের সন্ধানে মালিতে প্রবেশ করে নাইজারের সেনাবাহিনী : মন্ত্রণালয়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজারের সেনাবাহিনী গত সপ্তাহে অভিযান চালিয়ে ৭৯ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

শুক্রবার (২৪মার্চ) প্রতিবেশি দেশ মালিতে হামলায় তারা জড়িত বলে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মন্তব্য করেন।

মন্ত্রণালয় জানায়, গত ১০ মার্চ নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলোয়া শহরে সেনাবাহিনীর সদস্যরা হামলার শিকার হওয়ার পর তাদের জিহাদি বিরোধী আলমাহাউ অভিযানের সৈন্যরা অনুসন্ধান অভিযান শুরু করে।

বিস্তীর্ণ তিলাবেরির পশ্চিমাঞ্চলীয় আরেকটি শহর ইন্তাগামেই গত মাসে কমপক্ষে ১৭ নাইজেরীয় সৈন্য নিহত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। তিলাবেরি হচ্ছে জিহাদি হামলার কারণে বর্তমানে জরুরি অবস্থার মধ্যে থাকা বেশ কয়েকটি অঞ্চলের অন্যতম।
মন্ত্রণালয় জানায়, ১০ ফেব্রুয়ারিতে চালানো হামলার কথিত অপরাধীদের আস্তানা মালির হামাকাত এলাকায় বিমান ও স্থলবাহিনী এই অভিযান চালায়।

এএফপি’র পক্ষ থেকে নিরাপত্তা সূত্রকে জানানো হয়, মালিতে অভিযানের ব্যপকতা ছিল ‘নজিরবিহীন’।

এ অভিযানের সময় সামরিক বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানায়নি।

এই অঞ্চল ২০১৭ সাল থেকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত সশস্ত্র গ্রুপগুলোর হাতে বারবার হামলার শিকার হয়।

You may have missed