প্রতিরোধ ভেঙে দেওয়ার শপথ মিয়ানমার সেনাপ্রধানের
নিউজ ডেস্ক
সামরিক শাসনের বিরোধিতাকারীদের বিরুদ্ধে লড়াই যেকোনো মূল্যেই হোক চলবে- মিয়ানমারের বার্ষিক সামরিক কুচকাওয়াজ থেকে এমন বার্তাই এলো।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ দেশটিকে গ্রাস করেছে। এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি হয়েছে এবং লাখো বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
এরপরও সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের পেছনে যাওয়ার কোনো লক্ষনই দেখা যায় না। সবশেষ তিনি কুচকাওয়াজে ভাষণ দিলেন।
বিরল ভাষণে তিনি বলেন, অস্ত্রধারী গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড স্পষ্টভাবে মোকাবিলা করা হবে। সামরিক অভ্যুত্থানের নিন্দাকারী দেশসমূহ, সন্ত্রাসের সমর্থকরা যে ভুল ছিল, তা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন, গণতন্ত্রকে নিজস্ব রূপ দেওয়ার মাধ্যমে তাদের সামরিক বাহিনীর সঙ্গে যোগ দেওয়া উচিত।
কুচকাওয়াজটি ছিল বেশ জাঁকজমক। মিন অং হ্লাইং খোলা গাড়িতে করে সৈন্যদের প্রদক্ষিণ করেন।