নাইক্ষ্যংছড়িতে দরিদ্র ও দুঃস্থদের মাঝে বিজিবি’র ইফতার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

নাইক্ষ্যংছড়িতে দরিদ্র ও দুঃস্থদের মাঝে বিজিবি’র ইফতার সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৫০০ জন দরিদ্র ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

১ এপ্রিল শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অত্র এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাফি-উস-হাসানসহ বিজিবি সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ইফতার সামগ্রী গ্রহণকারী জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরা-চালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে বিজিবি কর্তৃক ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বমোট ৫০০ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, গত ২৫ মার্চ ২০২৩ তারিখে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক অত্র এলাকার মোট ১৫ টি হেফজ্ ও এতিমখানার গরীব, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও গত ২৭ মার্চ ২০২৩ তারিখে ৫০ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ৫০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে *নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।