কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাই মদসহ কারবারি আটক - Southeast Asia Journal

কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাই মদসহ কারবারি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযানে দেশীয় প্লাস্টিক বোতল ভর্তি ২১৭লিটার চোলাইমদ কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল ১ এপ্রিল শনিবার বিকালে কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ব্যাঙছড়ি খেয়াংঘাট থেকে চাউ খই মারমাকে(৫৫) চোলাইমদসহ আটক করা হয়।

আটক মাদক কারবারি রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার আশিক মারমার ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন (ওসি) জানান, থানার এসআই ইমাম উদ্দীন, এএসআই ইসমাইল পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ব্যাঙছড়ি থেকে ২১৭ লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়। মে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার করে আসছে।

ওসি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । রবিবার আসামিকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।