মাটিরাঙ্গা সেনা জোনের ইফতার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

মাটিরাঙ্গা সেনা জোনের ইফতার সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আর্তমানবতার সেবার অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠ ও জোনের আওতাধীন প্রত্যন্তাঞ্চলে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, ছোলা, তেল, ও চিনি।

এ সময় মাটিরাঙা জোন অধিনায়ত লে. কর্নেল কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে মানবিক কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনীর তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন