দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে উপজাতি সন্ত্রাসী কর্তৃক পন্যবাহী ট্রাকে আগুন
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির দীঘিনালা বাঘাইছড়ি সড়কের রাবার বাগান নামক এলাকায় উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক মুদি পন্যবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ট্রাকের চালক মোঃ ফরিদ (৩৫) জানান, আজ ভোর আনুমানিক ৬টার দিকে চট্টগ্রাম থেকে মারিশ্যা বাজারের বিভিন্ন মুদি মালবাহী একটি ট্রাক (চট্র মেট্রো-ট -১১-২৩৩৮) দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের রাবার বাগান এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও গাড়ির প্রায় সব মালামাল পুড়ে গিয়ে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে জানা যায়।

এছাড়া ট্রাকটি বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলীর বলে জানা গেছে।
তবে এলাকাটি শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের নিয়ন্ত্রিত হওয়ায় ঘটনাটি ইউপিডিএফই ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
