রাতের আঁধারে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে বাঙ্গালী যুবক নিহত
![]()
নিউজ ডেস্কঃ
রাতের আঁধারে আব্দুর রহিম ওরফে বাদশা (৩০) নামের এক বাঙ্গালী যুবককে গুলি করে হত্যা করেছে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা বরইতলী গ্রামের মো. মুবিন সর্দারের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পুলিশ পৌঁছাতে একটু দেরি হচ্ছে।
দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজাতি সন্ত্রাসী গ্রুপের সদস্য তপন নামের এক ব্যক্তির সাথে বাদশার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রাতে তার বাড়িতে গিয়ে সরাসরি তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম থেকে উপজাতি সন্ত্রাসীরা বরইতলী গ্রামের বাসিন্দাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে, প্রায় সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়াও দেয়। এ বিষয়ে প্রাশসনকে বার বার জানানো সত্ত্বেও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।