উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক পন্যবাহী ট্রাকে আগুন: খাগড়াছড়িতে পিবিসিপি (মজিদ গ্রুপ)’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - Southeast Asia Journal

উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক পন্যবাহী ট্রাকে আগুন: খাগড়াছড়িতে পিবিসিপি (মজিদ গ্রুপ)’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের রাবার বাগান নামক এলাকায় আজ সকাল আনুমানিক ৬ টার দিকে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক মারিশ্যা বাজারের মুদি পন্যবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আদালত সড়ক প্রদক্ষিন শেষে শাপলা চত্বরে এসে মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাঘাইছড়ির সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর কবির।

এসময় অন্যান্যদের মধ্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ইঞ্জি. আব্দুল মজিদ, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল আলম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে যে হতাহতের ঘটনা ঘটেছে তার বিচার না হওয়াতে এসব অপকর্ম বেড়ে চলেছে, যার দায় প্রশাসন কোন ভাবেই এড়াতে পারেনা। এছাড়া যারা সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে জুম্মল্যান্ড গড়ার সপ্ন দেখছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান বক্তারা। প্রশাসন দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে পার্বত্যবাসীকে সাথে নিয়ে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও জানান পিবিসিপি নেতৃবৃন্দ।

এর আগে সকালে চট্টগ্রাম থেকে মারিশ্যা বাজারের বিভিন্ন মুদি মালবাহী ট্রাক (চট্র মেট্রো-ট -১১-২৩৩৮) দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের রাবার বাগান এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা সব মালামাল পুড়ে গিয়ে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়।