‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অধিকার ফিরিয়ে দিতে হবে’ - Southeast Asia Journal

‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অধিকার ফিরিয়ে দিতে হবে’

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহড় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মনে করেন দেশের সচেতন নাগরিক সমাজ।

শনিবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দেশবাসীর দায় ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তারা একথা বলেন। সভাটির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘১৯৮৯ সাল থেকে পাহাড়ে যে বাঙালি সেটলারকে নেওয়া হয়েছে, তাদের কার জায়গায় বসানো হয়েছিল? পাহাড়িদের জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু যাদের নেওয়া হয়েছে তার পেছনে উদ্দেশ্যই ছিল খারাপ। উদ্দেশ্য ছিল পাহাড়িদের নাম্বার কমিয়ে দিয়ে বাঙালিদের নাম্বার বাড়িয়ে দেওয়া।’

তিনি বলেন, ‘আমি মনে করি, পার্বত্য চুক্তি নিয়ে পাহাড়ের মানুষ ঐক্যবদ্ধ। পার্বত্য চুক্তি নিয়ে পাহাড়ের মানুষের দৃষ্টিভঙ্গি এখনও তাই। এই চুক্তি নিয়ে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও মৌলিক কোনও বিভেদ নেই। পাহাড়ের সব মানুষ চুক্তি বাস্তবায়ন চায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, ‘তৎকালীন সরকার পাহাড়ে বাঙালিদের মেজোরিটি বানিয়ে সেখানে পাহাড়িদের প্রান্তিক করে দুই জনগোষ্ঠীর মধ্যে একটা সংঘাত বাঁধিয়ে দেওয়া। এই সংঘাত থেকে মুক্তির জন্য যে চুক্তি হয়েছিল তা এখনও বাস্তবায়িত হয়নি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা শুধু পাহাড়ের সমস্যা নয়। এটা একটা জাতীয় সমস্যা। এই সমস্যার নিষ্পত্তি করতে হবে রাজনৈতিকভাবে। তার জন্য স্বাক্ষরিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে।’

অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘জাতিসংঘের একটি পরিসংখ্যান আছে, পুরো পৃথিবীতে ৫ ভাগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি। এই ৫ ভাগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিই পুরো পৃথিবীর ৮০ ভাগ জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে। কাজেই পুরো পৃথিবী রক্ষার জন্য তাদের রক্ষা করতে হবে।’

চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী ও মানবাধিকারকর্মী জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচক হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন প্রমুখ। নির্ধারিত আলোচনার আগে মূল বক্তব্য উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল ইসলাম চৌধুরী প্রমুখ।