নাইক্ষ‍্যংছড়িতে যৌথ অভিযানে ২৮টি বার্মিজ গরু আটক - Southeast Asia Journal

নাইক্ষ‍্যংছড়িতে যৌথ অভিযানে ২৮টি বার্মিজ গরু আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মালিকবিহীন ২৮টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

গত ১০ এপ্রিল সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি এবং পুলিশ সদস্যসহ একাটি যৌথ টহল দল‌ কর্তৃক নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে মালিকবিহীন ২৮টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলো জোন সদরে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবির অবৈধ গরু আটকে অভিযান আরো জোরদার করার দাবি তুলেছে স্থানীয়ভাবে গড়ে ওঠা ছোট বড় দেশীয় গরুর খামারীরা। খামারিদের অনেকেই জানান বিগত প্রায় ৯ মাস ধরে মিয়ানমার থেকে গরু আসাতে তারা ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে।