খাগড়াছড়িতে বৌদ্ধমূর্তি ও ভারতীয় ঔষধসহ আটক ২ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বৌদ্ধমূর্তি ও ভারতীয় ঔষধসহ আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ৬‌টি বৌদ্ধমূর্তি, ২৪৬০ পিস ভারতীয় ঔষধ ২০ টি স্বচ্চ প্লা‌স্টি‌কের ল‌কেট, ১২‌টি গো‌ল্ডেন কালারের ল‌কেটসহ ২ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

গত ১১ এ‌প্রিল মঙ্গলবার রাতে মাটিরাঙ্গা শা‌ন্তি কাউন্টার থে‌কে থানার এসআই সাদ্দাম হো‌সেন ও এএসআই কামরুল আ‌রে‌ফিন বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা করে তা‌দের আটক করে বলে সূ‌ত্রে জানা যায়।

আটককৃতরা হ‌লেন, সৌরভ বড়ুয়া (২৪) ও অন্তর বড়ুয়া (২৯) । সৌরভ বড়ুয়ার গ্রা‌মের বা‌ড়ি চট্রগ্রাম জেলার হাটহাজা‌রি এবং অন্তর বড়ুয়ার বা‌ড়ি মীরসরাই ব‌লে জানা‌ গে‌ছে।

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আমজাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।