রাঙামাটিতে এক’শ পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার প্রদান
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে এক’শ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রিজিয়ন দপ্তর মাঠে এসব উপহার প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।
উপহার বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বাংলাদেশ সেনবাহিনী জাতি, বর্ণ, ধর্ম, নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করতে এবং পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্তে সকল কার্যক্রমে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিজিয়নের পক্ষ থেকে জানানো হয় জনপ্রতি সেমাই চার প্যাকেট, চিনি ১ কেজি, দুধ ২৫০ গ্রাম, চাল দুই কেজি, ডাল দুই কেজি, তেল দুই লিটার, আলু দুই কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ১ কেজি, লবণ ১ কেজি, মসলা ১০০ টাকার এবং দুই কেজি মুরগী প্রদান করা হয়।
এসময় রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
