খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার হাচিনসনপুর এলাকায় “আল হেরা ইসলামিক একাডেমি’তে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ।
এসময় মাদ্রাসা ছাত্র ৭০ জন এবং এলাকাবাসী ৩৫ জনের মাঝে চাল ৫ কেজি, আটা ২ কেজি, তেল ১ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, চা পাতা ও খেজুরসহ ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী পেয়ে কমলা বেগম ৫৫) জানান, সেনাবাহিনীর ঈদ সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে, ভালোভাবে ঈদের সময় কাটাতে পারবো।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম প্রমুখ।