পারিবারিক কলহের জেরঃ খাগড়াছড়িতে জামাতার দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়ি - Southeast Asia Journal

পারিবারিক কলহের জেরঃ খাগড়াছড়িতে জামাতার দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়ি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

পারিবারিক কলহের জেরে খাগড়াছড়ির পানছড়িতে জামাতা তপন জ্যোতি ত্রিপুরার দায়ের কুপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়ি।

আহতরা হলেন, স্ত্রী ধানু রাণী ত্রিপুরা (২০), শ্বশুর মশারা ত্রিপুরা (৫০) ও শ্বাশুড়ি সুমালা ত্রিপুরা (৪০)।

জানা যায়, দীর্ঘদিন ধরে জামাতা তপন জ্যোতি ত্রিপুরার সাথে স্ত্রী ধানু রাণী ত্রিপুরার পারিবারিক কলহ চলছিল। পূর্বের ক্ষোভের জেরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাতা তপন জ্যোতি ত্রিপুরা তার স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়ির উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শশুর মশারা ত্রিপুরা (৫০) কে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে