কুমিল্লায় বিজিবির হাতে পিস্তলসহ আটক ২ - Southeast Asia Journal

কুমিল্লায় বিজিবির হাতে পিস্তলসহ আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লা সদরের শাহাপুর সীমান্ত এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও ইস্কাফ সিরাপসহ মো. ফারুক গনী (৩৯) ও মো. ফয়েজ (২৬) নামে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক মো. পারভেজ শামীম তথ্য নিশ্চিত করে জানান, আটক ফারুক গনী নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোমেন খানের ছেলে আর মো. ফয়েজ চাঁদপুরের কচুয়া উপজেলার মো. আবুল বাশারের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা একটি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন ও ১ লিটার ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।