বান্দরবানে মাটি চাপা দেওয়া কেএনএফ সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমা উপজেলার মুয়ালপিপাড়া থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় এক জনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের লোকজন খবর পেয়ে লাশটি উদ্ধার করে। লাশের পাশে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের একটি ইউনিফর্ম পাওয়া গেছে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া লাশটি কেএনএফের সদস্যের হতে পারে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার ময়ালপিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেএনএফের সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ওই পাড়ায় একটি কবরের সন্ধান পেয়ে সেখানে আজ সকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর লোকজন যায়। মাটি খুঁড়ে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তবে লাশটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এদিকে কেএনএফ ও একটি সশস্ত্র দলের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর মুয়ালপিপাড়ার লোকজন আতঙ্কে নিরাপদ জায়গায় সরে গেছে। সেখানে সেনাবাহিনী টহল জোরদার করেছে।
গত মঙ্গলবার ভোর থেকে ওই পাড়ায় কেএনএফ ও একটি সশস্ত্র দলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়। পুলিশ ধারণা করছে, সংঘর্ষের ঘটনায় নিহত ওই সদস্যকে মাটি চাপা দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের পর রামথাং বম নামের একজন নিহত হয়েছে বলে তারা খবর পেয়েছেন। তার বাড়ি রোয়াংছড়ি উপজেলার পাইখ্যং পাড়ায়। তবে উদ্ধার হওয়া লাশটি রামথাংয়ের কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।