শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আবু তাহের কারাগারে, অজ্ঞাত ৫শত জনের বিরুদ্ধে মামলা
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ায় গত ১২ জুন দুপুরে কুতুপালং ক্যাম্প ২০ কার্যালয়ের সামনে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে ক্যাম্প ইনচার্জ আবু সুফিয়ানকে ভয়ভীতি প্রদর্শনসহ বেশ কয়েকটি অনৈতিক দাবি নিয়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয় ঘেরাও করার পর ক্যাম্প ইনচার্জ কর্তৃক ফোন করে পুলিশে ধরিয়ে দেওয়া শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আবু তাহের (২৮)কে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মধুরছড়া ক্যাম্পে দায়িত্বরত এসআই মোবারক হোসেন বাদী হয়ে এজাহারনামীয় ১২ জন ও অজ্ঞাতনামা আরো পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
শীর্ষ সন্ত্রাসী আবু তাহের কুতুপালং ক্যাম্প ২০-এর বাসিন্দা নেজাম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
আবু তাহেরের বিরুদ্ধে উখিয়ার ২২টি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, অবৈধ অস্ত্রের মহড়া চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, গত ১২ জুন ক্যাম্প ইনচার্জ এর ফোন পেয়ে তাৎক্ষনিকভাবে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে রোহিঙ্গা আবু তাহেরের সহযোগীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি বর্ষণ ও লাঠিচার্জ করলে রোহিঙ্গারা পালিয়ে যায়। গ্রেফতার করা হয় ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী আবু তাহেরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি কার্তুজ।