মণিপুরের পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক
![]()
নিউজ ডেস্ক
মণিপুরের পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক জানাল সেনাবাহিনী। সুরক্ষার জন্য নাগাল্যান্ড থেকেও অতিরিক্ত বাহিনী আনানো হচ্ছে মণিপুরে। সেনা সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে বায়ুসেনাও নামানো হতে পারে। হিংসার জেরে আগামী ৪৮ ঘন্টা বাতিল করা হয়েছে ট্রেন চলাচল।
সেনা সূত্রে খবর, পরবর্তী দুই-তিন দিন আরও বেশি গুরুত্বপূর্ণ। দফায় দফায় সংঘর্ষ, আগুন, ভাঙচুর উত্তরপূর্ব ভারতের এই রাজ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুরের আট জেলা জারি করা হয় ১৪৪ ধারা। পাঁচ দিনের জন্য বন্ধ করে দেওয়া ইন্টারনেট পরিষেবাও। নামানো হয়েছে সেনা বাহিনী ও অসম রাইফেলের বাহিনীকে।
জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া গেলেও সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ইম্ফল ও চুরাচন্দ্রপুরের পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, তার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার হিংসা কবলিত এলাকায় দেখামাত্রই গুলি করার নির্দেশ জারি করা হয়েছিল। অশান্তির জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মণিপুরগামী ট্রেনগুলি বন্ধ করে দিয়েছে। এনএফ রেলওয়ের সিপিআরওর মতে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও ট্রেন মণিপুরে প্রবেশ করবে না। ভারতীয় রেল জানিয়েছে যে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। বর্তমানে দুই দিনের জন্য অর্থাৎ ৫ ও ৬ মে বন্ধ থাকবে ট্রেন চলাচল।
পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যেই ভার্চুয়ালি দু’টি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথাবার্তা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কেন্দ্র মুম্বই, ঝাড়খণ্ড এবং গুজরাট থেকে র্যা পিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) ছয়টি কোম্পানি এবং দিল্লি ও পাঞ্জাব থেকে ৬ কোম্পানি সিআরপিএফ এবং বিএসএফ-পাঠিয়েছে।
বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে আলোচনা ফেরার পথে বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতে উপর ক্ষিপ্ত জনতা হামলা চালায়। গাড়ি থেকে বের করে বিধায়ক ও তাঁর গাড়ির চালককে মারধর করা হয়। ঘটনায় গুরুতর আহত হন পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বিধায়ককে উদ্ধার করে এবং ইম্ফলের রিজিওনাল ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয়।