কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ ভারতীয় সেনা নিহত - Southeast Asia Journal

কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ ভারতীয় সেনা নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মিরের সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এক কর্মকর্তাসহ আহত হয়েছেন চারজন। রাজৌরি জেলার কান্দি এলাকার শুক্রবার এ ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সেনাবাহিনী সন্ত্রাসীদের নির্মূলে একটি অভিযান শুরু করেছে। এই সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর সাম্প্রতিক হামলার চালিয়েছিল। ওই ঘটনায় পাঁচ সেনা নিহত হয়।

মুখপাত্র আরও জানান, অভিযান চলার সময় সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটালে পাঁচ সেনা নিহত হন। এক কর্মকর্তাসহ আহত হন চার জন। আহতদের উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি জেলার কান্দি এলাকার কেশরি হিলে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা একটি গুহায় ঢুকে পড়ে। সেনাদের কাছে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য ছিল।