গিয়াসকে সভাপতি ও জমিরকে সম্পাদক করে বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
 
                 
নিউজ ডেস্কঃ
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীন কাঠ ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন কে সভাপতি এবং বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও কাঠ ব্যবসায়ী মোঃ জমির হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির সপ্তম কার্যকারী কমিটির নির্বাচন নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৫ জুন শনিবার সকাল দশ ঘটিকায় সমিতির নিজ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপস্থিত ৬৮ জন কাঠ ব্যবসায়ী ও সমিতির সদস্য তাদের কন্ঠ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই কমিটি নির্বাচিত করেন।
এছাড়া নির্বাচনে মুক্তিযোদ্ধা ও প্রবীণ কাঠ ব্যবসায়ী মোঃ এনতাজ আলীকে কোষাধক্ষ এবং নবীন কাঠ ব্যবসায়ী মোঃ শহীদুল্লাহ কে যুগ্নসাধারণ সম্পাদক নির্বচিত করা হয়। উক্ত কমিটি পরবর্তী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা যায়।
