রাঙ্গামাটিতে চাঁদার রশিদ ও উত্তোলিত টাকাসহ প্রসীত পন্থি ইউপিডিএফ’র ৩ কালেক্টর আটক - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে চাঁদার রশিদ ও উত্তোলিত টাকাসহ প্রসীত পন্থি ইউপিডিএফ’র ৩ কালেক্টর আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার টাকাসহ প্রসীত পন্থি ইউপিডিএফের ৩ চাঁদা কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী।

জানা যায়, শনিবার (১৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘিলাছড়ি বাজারে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল (খাগড়াছড়ি হ-১১-৫৮২৩), ২টি মোবাইল, ১টি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৫,১৪৫ টাকাসহ ফিরিঙ্গি পাড়ার রসিক চন্দ্র চাকমার ছেলে নেইসন চাকমা (১৯), ছনখোলা পাড়ার তুষার কান্তি চাকমার ছেলে অনন্তর চাকমা (২০) ও তের মাইল এলাকার প্রীতিময় চাকমার ছেলে নয়ন চাকমাকে (২৫) আটক করে যৌথবাহিনীর সদস্যরা। আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের নিজেদের প্রসীত পন্থি ইউপিডিএফের চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছে।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতদের সন্ধ্যায় নানিয়ারচর থানায় হস্তান্তর করে হয়েছে।