পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ জুন) সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ’র (মন্ত্রী পদমর্যাদা) সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেসবাহুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য শান্তি চুক্তির বিভিন্ন সুফল ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
