থোয়াইহ্লামংকে সভাপতি ও অংপ্রু ম্রোকে সম্পাদক করে থানচি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
থানচি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমাকে সভাপতি, সাবেক জেলা পরিষদের সদস্য অংপ্রু ম্রোকে সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি সিমন হেডম্যানকেকে সাংগঠনিক সম্পাদক করে বান্দরবানের থানছি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল সম্পনান হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে থানচি বাজার প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবি, বান্দরবান জেলা পরিষদে সদস্য লক্ষীপদ দাশ সহ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।