সুশাসন প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে সাংবাদিককদের সাথে সনাকের মতবিনিময়
![]()
নিউজ ডেস্কঃ
“গণমাধ্যম ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্র অচল” স্লোগানকে সামনে রেখে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভার অংশ হিসেবে খাগড়াছড়িতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে সনাক।
১৮ জুন মঙ্গলবার দুপুরে জেলা সদরের সনাক কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সনাকের সভাপতি প্রফেসর বৌধিসত্ব দেওয়ান।
এসময় বক্তব্য রাখেন, সনাক সদস্য প্রফেসর ডঃ সুধীন কুমার চাকমা, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সনাকের খাগড়ছড়ি এসিস্ট্যান্ট ম্যানেজার দুর্লভ চৌধুরী ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম।
খাগড়াছড়ি সনাক’র সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক চিংমেপ্রু মারমা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে সনাক-টিআইবি কাজ করে যাচ্ছে। দুর্নীতির ধারনা সূচক প্রণয়নের মাধ্যমে বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থান নির্ণয় ও দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সনাক। এসময় বক্তারা টিআইবির কাজের স্বচ্চতার কথাও তুলে ধরেন।