সুশাসন প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে সাংবাদিককদের সাথে সনাকের মতবিনিময় - Southeast Asia Journal

সুশাসন প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে সাংবাদিককদের সাথে সনাকের মতবিনিময়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

“গণমাধ্যম ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্র অচল” স্লোগানকে সামনে রেখে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভার অংশ হিসেবে খাগড়াছড়িতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে সনাক।

১৮ জুন মঙ্গলবার দুপুরে জেলা সদরের সনাক কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সনাকের সভাপতি প্রফেসর বৌধিসত্ব দেওয়ান।

এসময় বক্তব্য রাখেন, সনাক সদস্য প্রফেসর ডঃ সুধীন কুমার চাকমা, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সনাকের খাগড়ছড়ি এসিস্ট্যান্ট ম্যানেজার দুর্লভ চৌধুরী ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম।

খাগড়াছড়ি সনাক’র সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক চিংমেপ্রু মারমা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে সনাক-টিআইবি কাজ করে যাচ্ছে। দুর্নীতির ধারনা সূচক প্রণয়নের মাধ্যমে বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থান নির্ণয় ও দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সনাক। এসময় বক্তারা টিআইবির কাজের স্বচ্চতার কথাও তুলে ধরেন।