বাঘাইছড়িতে নিরাপত্তাবাহিনীর অভিযানে অস্ত্রসহ জেএসএস (মূল)'র চাঁদাবাজ আটক - Southeast Asia Journal

বাঘাইছড়িতে নিরাপত্তাবাহিনীর অভিযানে অস্ত্রসহ জেএসএস (মূল)’র চাঁদাবাজ আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন মহেষপজ্জা এলাকায় বুধবার (১৯) জুন ভোর রাতে অভিযান চালিয়ে অস্ত্র, চাঁদার রশিদ ও বিভিন্ন সরঞ্জামসহ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র চাঁদাবাজ বিকাশ চাকমা (৫২) কে আটক করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বাধীন লংগদু জোনের একটি অভিযান দল।

জেএসএস (মূল)এর নেতৃস্থানীয় কয়েকজন সন্ত্রাসীরা উক্ত এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু সেনা জোনের একটি অভিযান দল উক্ত এলাকায় ব্যাপক তল্লাশী কার্যক্রম শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে উদ্যত হয়। তবে গহীণ অরণ্যের সুযোগে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে কিরণ বিকাশ চাকমা (৫২)কে আটক করা হয়।

আটককৃত বিকাশ বাঘাইছড়ির সর্বাতলী ইউনিয়নের দূরছড়ির আনন্দ মোহন চাকমার ছেলে।

পরবর্তীতে তার বাসস্থান হতে একটি দেশী তৈরী বন্দুক, ৪ টি মোবাইল ও চাঁদা আদায়ের রশীদ উদ্ধার করা হয়।

জানা গেছে, আটককৃত চাঁদাবাজ কিরণ বিকাশ চাকমা জেএসএস (মূল) দলের একজন সক্রিয় সদস্য এবং গত ১৮ মার্চ বাঘাইছড়ি হত্যাকন্ডের অন্যতম পরিকল্পনাকারী। সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকার সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। এদিকে চিহ্নিত এই চাঁদাবাজ গ্রেফতারের সংবাদে স্থানীয়দের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায় এবং অবৈধ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত রাখারও অনুরোধ জানায় স্থানীয়রা।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে এবং এব্যাপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও চায় সেনাবাহিনী।