নিরাপদ মাতৃত্ব ও শিশুর পুষ্টি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় খর্বাকৃতি শিশুর হার ৫% এ কমিয়ে আনা, মাতৃত্ব ও শিশুর পুষ্টির উন্নয়ন বিষয়ক কর্মশালা (লিয়েন) অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ইন্ট্রিগেটেড ডেভেলোপমেন্ট ফাইন্ডেশন (আই ডি এফ)’র আয়োজনে দিনব্যাপী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা।
সংস্থাটির উপজেলা সহায়ক রোমেল মারমার সঞ্চলানায় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন উপজেলা কো অর্ডিনেটর জয় মোহন চাকমা, ইউপি সদস্য হরিপদ্ম ত্রিপুরা, বিবি হাওয়াধন, উশ্যেপ্রু মারমা, নুরুল ইসলামসহ হেডম্যান-এলাকার কার্বারী প্রমুখ।