ভারত-বাংলাদেশ সীমান্তে ৮৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করলো বিএসএফ - Southeast Asia Journal

ভারত-বাংলাদেশ সীমান্তে ৮৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করলো বিএসএফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বর্ডার আউট পোস্ট বানপুর, ৫৪ ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনীরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নয়টি সোনার বিস্কুট, ১৯ টি সোনার চিপস, একটি সোনার চেইন এবং ছয় লাখ বাংলাদেশী টাকা ধরেছে. বাংলাদেশ থেকে চোরাকারবারীরা পাচার করে ভারতে নিয়ে আসছিল । উদ্ধার হওয়া সোনার ওজন ১৩৯০ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ৮৬ লক্ষ টাকা।

সূত্র জানায়, গত ২০ মে সকালে বাংলাদেশের দিক থেকে দুই জন চোরাকারবারী দ্রুত ব্যারিকেডের কাছে আসে এবং ব্যারিকেডের উপর কিছু জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। জওয়ানরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সেই সমস্ত সামগ্রী নিজেদের দখলে নেয়।

যদিও অন্যদিকে ভারতীয় দিক থেকে চোরাকারবারিরা কেউ সেই সমস্ত সামগ্রী তুলতে আসেনি। জওয়ানরা ঘটনাস্থল থেকে বাদামী রঙের দুটি প্যাকেট এবং সাদা রঙের দুটি প্যাকেট বাজেয়াপ্ত করে। এরপর উদ্ধার হওয়া দুটি প্যাকেট খুলে দেখা যায় বাদামী প্যাকেটে বাংলাদেশী টাকা ও অন্য সাদা প্যাকেটে রয়েছে সোনা। এরপর ওই সামগ্রীগুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস, বানপুর, নদিয়ায় হস্তান্তর করা হয়েছে।